পরের বার আক্রমণকারীদে ঠিকানা, ফোন নাম্বার লিখে রাখবো; ত্রিপুরা পুলিশকে খোঁচা সুস্মিতা দেবের

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ একটি বিবৃতি জারি করে। যা নিয়ে এবার ফের সে রাজ্যের পুলিশকে তীব্র কটাক্ষ করলেন সুস্মিতা।

শনিবার সকালে একটি ট্যুইট করে সুস্মিতা বলেন, পরের বার হামলার সময় আমি চেষ্টা করবো একটু বেশি সময়ধরে ভিডিও করে রাখার। যাঁরা আমাদের আক্রমণ করতে আসবেন, আমাদের মারতে আসবেন, গাড়ি ভাঙচুর করতে আসবেন। তাঁদের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে রাখবো।

এখানেই না থেমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুস্মিতার খোঁচা, পরের বার পুলিশের বিবৃতি দেওয়ার জন্য আরও ভালো করে একটা খসড়া প্রস্তুত করে দেবেন।

উল্লেখ্য, সুস্মিতা দেবের অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, তৃণমূলের সাংসদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছে পুলিশ। তবে প্রমান হিসেবে সুস্মিতা যে ভিডিও ফুটেজ দিয়েছেন তা ছোট হওয়ায় অভিযুক্তদের ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। অভিযুক্তদের ব্যাপারে বিস্তারিত না দেওয়ায় তাঁদের শনাক্ত করা যায়নি বলে ত্রিপুরা পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়। পাশাপাশি বিপ্লব দেবের রাজ্যের পুলিশের আরও অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কয়েকজনের নাম জড়ানোর চেষ্টা করছেন সুস্মিতা দেব। আর ত্রিপুরা পুলিশের এই ট্যুইট শেয়ার করে শনিবার পালটা জবাব দিয়েছেন সুস্মিতা।

Comments are closed.