দাউদের ভাইয়ের সঙ্গে বাংলার যোগ, পাকিস্তান থেকে প্রশিক্ষন নিয়েছে বাংলাভাষী ১৪-১৫ জন জঙ্গি

দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে মোট ৬ জন জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

ডন দাউদের ভাই দানিসের সঙ্গে বাংলা যোগ। উৎসবের মরশুম বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে মোট ৬ জন জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই মর্মে একটি সাংবাদিক সম্মেলন করে দিল্লি পুলিশ জানিয়েছে, এই ৬ জনের মধ্যে দুইজন পাকিস্তান থেকে প্রশিক্ষন নিয়েছে। এছাড়াও পাকিস্তান থেকে প্রশিক্ষন নিয়েছে আরও ১৪ থেকে ১৫ জন জঙ্গি। যারা বাংলা ভাষায় কথা বলতে পারে। আর এতেই জঙ্গিদের সঙ্গে বাংলা যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এইসব জঙ্গিরা দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের মরশুমে হামলার ছক কষেছিল। গোপন সূত্রে খবর পেয়ে গত কয়েকদিন ধরে বিশেষ অভিযান চালায় দিল্লি পুলিশ। এরপর উত্তরপ্রদেশ থেকে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়। রাজস্থানের কোটায় ট্রেন থেকে গ্রেফতার করা হয় আরও এক জঙ্গিকে। এছাড়াও দিল্লি থেকে দুই জন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় জঙ্গিরা জানিয়েছে, দাউদ ইব্রাহিমের ভাই দানিশ ইব্রাহিম ভারতে নাশকতা চালানোর জন্য টাকা দিয়েছিল।

Comments are closed.