সেনা অভিযানে কাশ্মীরে মৃত দুই জঙ্গি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ রবিবারই ঘোষণা করেছিলেন, প্রায় এক মাসের সংঘর্ষ বিরতি শেষে, কাশ্মীরকে জঙ্গিমুক্ত করতে ফের সেনা অভিযান শুরু করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর দিনই, সোমবার সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গি্র। সেনা জানিয়েছে, এদিন সকালে কাশ্মীরের বন্দিপোরা জেলায় জঙ্গি দমন অভিযান শুরু করেন জওয়ানরা। ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গি ঘাঁটি গেঁড়েছে বলে খবর ছিল নিরাপত্তা বাহিনীর কাছে। সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের।
পাশাপাশি, এদিনই কাশ্মীরে যান দেশের সেনা প্রধান বিপিন রাওয়াত। এদিন তিনি পুঞ্চে গিয়ে দেখা করেন গত ১৪ জুন দুষ্কৃতীদের হাতে খুন হওয়া সেনা জওয়ান আওরঙ্গজেবের পরিবারের সদস্যদের সঙ্গে। কথা বলেন কাশ্মীরের বিভিন্ন এলাকায় মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গেও।

Leave A Reply

Your email address will not be published.