অ্য়াম্বুলেন্স প্রত্য়াখ্যান করায় ৯ কিলোমিটার পথ সবজির ঠেলায় চড়ে কনৌজ হাসপাতালে পৌঁছলেন অসুস্থ মহিলা

অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার অ্য়াম্বুলেন্স চালকের। উত্তরপ্রদেশের কনৌজের ঘটনা। অসুস্থ স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এক ব্য়ক্তি জরুরি পরিষেবা নম্বর ১০৮ এ ডায়াল করেন। কনৌজ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য় একটি অ্য়াম্বুলেন্সের খোঁজ করেন সেখানে। অনেকবার ফোন করলেও প্রথমে সেই জরুরি পরিষেবা নম্বর থেকে কোনও সাড়া পাননি তিনি। ঘন্টাখানেক অপেক্ষা করার পরে তাঁকে জানানো হয়, কনৌজের প্রত্য়ন্ত ওই এলাকায় অ্যাম্বুলেন্স যাবে না। এই পরিষেবা পেতে তাঁকে ২৩ কিলোমিটার দূরের একটি জায়গায় যেতেও পরামর্শ দেওয়া হয়। এদিকে স্ত্রীর অবস্থা খারাপ হতে থাকে। অগত্য়া তিনি একটি সবজির ঠেলাতে স্ত্রীকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য় হন। ওই সবজির গাড়িতে ৯ কিলোমিটার পথ পেরিয়ে তিনি পৌঁছন কনৌজের জেলা হাসপাতালে। ঠেলায় চড়ে দীর্ঘপথ যাওয়ায় তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসকেরা।
চলতি বছরের প্রথম দিকেই সম্বলে একইভাবে অ্য়াম্বুলেন্সের প্রত্য়াখানের ঘটনায় গুরুতর অসুস্থ এক মহিলাকে বাইকের পিছনে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য় হয় তাঁর পরিবার। আগ্রা জেলা হাসপাতাল কোনও সাহায্য় না করায় স্ত্রীর দেহ হাতে করে বাইরে নিয়ে আসা কানাহাইলালের ঘটনাও ঘটে এই বছরেই।

Leave A Reply

Your email address will not be published.