বিজেপির ‘৫৬ ইঞ্চি’র গডফাদার হার স্বীকার করছেন; তৃণমূল সাংসদের সাসপেন্ড প্রসঙ্গে গেরুয়া শিবিরকে কটাক্ষ অভিষেকের

ওয়েলে নেমে বিক্ষোভ এবং চেয়ারম্যান পদকে অসম্মান করার অভিযোগ। শান্তনু সেনের পর বুধবার তৃণমূলের আরও ছয়জন রাজ্যসভার সাংসদকে অধিবেশন থেকে সাসপেন্ড করা হল। যদিও ছয়জন সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

আর এই ঘটনার জেরে এদিন ট্যুইটারে মোদী সরকারকে একহাত নিলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

সাসপেনশন অর্ডারের কপি ট্যুইট করে মোদীকে উদ্দেশ্যে করে অভিষেকের তীব্র কটাক্ষ, আমাদের সাংসদদের এভাবে চুপি করানো থেকে এটা পরিষ্কার যে বিজেপির সর্বময় কর্তা ‘৫৬ ইঞ্চি’ নিজের পরাজয় স্বীকার করছেন।

অভিষেকের হুঁশিয়ারি, তোমারা আমাদের সাসপেন্ড করতে পারো, কিন্তু আমাদের চুপ করাতে পারবে না। সাধারণ মানুষের জন্য, সত্যের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়ে যাবো।

উল্লেখ্য বাকি দিনের মতো এদিনও শুরু থেকে উত্তাল ছিল সংসদের দুই কক্ষ। অন্য সব আলোচনা স্থগিত রেখে পেগাসাস ইস্যু নিয়ে আলোচনার জন্য লোকসভার স্পিকারের কাছে নোটিশ দেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি। রাজ্যসভাতেও তৃণমূল একই ইস্যুতে অধিবেশনের শুরু থেকেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিন অধিবেশন মুলতুবির প্রস্থাব দেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।

অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদরা ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনার জেরে তৃণমূল সাংসদ দোলা সেন, আবির রঞ্জন বিশ্বাস, মহম্মদ নাদিমুল হককে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। সাসপেন্ড হন অর্পিতা ঘোষ, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূরও।

Comments are closed.