Corona: রাজ্যবাসীকে একমাস বিনামূল্যে রেশন দেবে কেরল সরকার, ২০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা

এপিএল-বিপিএল বাছাই না করে রাজ্যের সব মানুষকে বিনামূল্যে একমাসের রেশন দেওয়ার কথা ঘোষণা করল কেরলের পিনারাই বিজয়ন সরকার। করোনা বিধ্বস্ত রাজ্যে মানুষের জন্য রাজ্যের বাম সরকার ২০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে।

স্বাস্থ্য, ঋণ মুকুব, সামাজিক কল্যাণ ভাতা, রেগা, ভর্তুকিযুক্ত খাদ্য, কর ছাড় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ভাগ ভাগ করে এই প্যাকেজে টাকা বরাদ্দ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সামাজিক সুরক্ষায় যে সব ভাতা এপ্রিল মাসে থেকে চালু করার কথা ছিল, তা মার্চ মাস থেকেই চালু করা হবে। যাঁরা কোনও ভাতাই পান না, তাঁদের এক হাজার টাকা করে দেওয়া হবে। ৫০০ কোটি টাকার একটি হেল্থ প্যাকেজও বৃহস্পতিবার ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, সরকার আরও একবার কেরল মডেলকে দেশের সামনে প্রতিষ্ঠিত করতে চায়। সুপ্রিম কোর্ট বারবার কেরল মডেলকে সামনে এনে অন্য রাজ্যগুলিকে প্রশ্নের মুখে ফেলেছে এর আগে। অতীতে বন্যার সময় কেরল সরকার উল্লেখযোগ্য কাজ করেছে।
বিজয়ন বলেন, আমাদের সরকার যেমন করোনাভাইরাসের কবল থেকে রাজ্যের প্রতিটি মানুষকে বাঁচাতে কঠোর পদক্ষেপ করেছে, তেমনি রাজ্যের অর্থনীতিকেও আমরা চাঙ্গা করতে চাই।

Comments are closed.