Delhi Violence: ইস্তফা দিন অমিত শাহ, দিল্লি হিংসা বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র, তোপ সনিয়া গান্ধীর

দেশের রাজধানী ট্র্যাজেডির শিকার। ঘটনার দায় নিয়ে ইস্তফা দিন অমিত শাহ। কংগ্রেস ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক শেষে ঠিক এই ভাষাতেই সরকারের দিকে তোপ দাগলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। বললেন, বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যে দিল্লির পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দিল্লিতে বেলাগাম হিংসার ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলেও বর্ণনা করেন সনিয়া গান্ধী।

বিজেপির বিতর্কিত নেতা কপিল মিশ্র প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে ৩ দিন সময় দিয়েছিলেন। তখনই যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হত তাহলে আজ এই অবস্থায় দিল্লিকে দেখতে হত না। বুধবার সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন সনিয়া গান্ধী। পাশাপাশি দিল্লি পুলিশের কাছে তাঁর প্রশ্ন, বিজেপি নেতা কপিল মিশ্রকে কখন গ্রেফতার করা হবে?

আরও জানতে ক্লিক করুন, দিল্লি হিংসায় মৃত বেড়ে ২০, সেনার দাবি জানিয়ে কী উত্তর পেলেন কেজরিওয়াল?

কপিল মিশ্রের গ্রেফতারি চেয়েই অবশ্য থামেননি সনিয়া গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে পাশে বসিয়ে গোটা ঘটনার জন্য দায়ী করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সনিয়া বলেন, হিংসার দায় নিয়ে পদত্যাগ করুন অমিত শাহ।

আরও জানতে ক্লিক করুন, দিল্লিতে হিংসা পরিস্থিতিতে নিউজ চ্যানেলগুলোকে কী নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক?

সনিয়ার আক্রমণ থেকে রেহাই পায়নি দিল্লি পুলিশও। তাঁর অভিযোগ, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে আঁচ করেও আধা সেনা ডাকা হয়নি। মূল্যবান সময় নষ্ট করারই ফল ভুগতে হচ্ছে দিল্লিবাসীকে, এমন মন্তব্যও করেন সনিয়া গান্ধী। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান কংগ্রেস সভানেত্রী। কংগ্রেস কর্মীদের হিংসা উপদ্রুত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি।

Comments are closed.