২০২৬ বিধানসভা পর্যন্ত তৃণমূলের সঙ্গে কাজ করবে IPac? নয়া চুক্তি নিয়ে জল্পনা বঙ্গ রাজনীতিতে

২০২৬ পর্যন্ত তৃণমূলের ভোট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকছে টিম আইপ্যাক? সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে তাদের নতুন চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এর অর্থ ২০২৪ এর লোকসভার পাশাপাশি ২০২৬-এ বাংলার বিধানসভা ভোটেও ঘাসফুল শিবিরের হয়ে রণকৌশল বানাবে আইপ্যাক।

লোকসভা ভোটে খারাপ ফলের পর পিকের সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। লোকসভা ভোটের পর থেকে তৃণমূলের একের পর এক হেভিওয়েট যখন শিবির পাল্টে বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছেন তখনও পিকে দাবি করছেন তৃণমূল ২০০ এর বেশি আসন পাবে।আর বিজেপি ১০০ আসনের গন্ডি পার করতে হিমশিম খাবে।

অমিত শাহদের চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন বিজেপি ১০০ পার করলে তিনি স্ট্রেটেজিস্ট-এর ভূমিকা থেকে সরে আসবেন। পিকের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে। তা সত্ত্বেও ২ মে পিকে ঘোষণা করেছিলেন তিনি আর ভোট কৌশলীর কাজ করবেন না।

ইতিমধ্যেই ‘দিদির দূত’ হয়ে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন প্রশান্ত কিশোর। ওয়াকিবহাল মহলের মতে ২০২৪ কে পাখির চোখ করে পিকে বিজেপি বিরোধী দলগুলোকে এক ছাতার তলায় আনার কাজ করছেন। এই প্রেক্ষিতে তৃণমূল সূত্রে খবর, পরবর্তী বিধানসভা ভোট পর্যন্ত আইপ্যাকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পথে।

Comments are closed.