প্যান-আধার লিঙ্ক করেননি এখনও? আজ থেকে একাধিক নিয়মে বড়সড় বদল আনছে কেন্দ্র 

এখনও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা না থাকলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। ১ জুলাই শুক্রবার কেন্দ্রের তরফে তেমনটাই জানানো হয়েছে। এছাড়াও ক্রেডিট কার্ড ব্যবহার থেকে কর প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু নিয়মের বদল করেছে কেন্দ্র। 

শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১ জুলাই পর্যন্ত যাঁরা প্যান ও আধারকার্ডের লিঙ্ক করেননি, তাঁদের দ্বিগুণ জরিমানা দিতে হবে। আগে লিঙ্ক করানোর জন্য ৫০০ টাকা দিতে হত। এবার থেকে জরিমানার পরিমাণ দ্বিগুন হবে। অর্থাৎ ১ জুলাইয়ের পর যাঁরা প্যান ও আধারকার্ড লিঙ্ক করবেন, তাঁদের ১০০০ টাকা জরিমানা দিতে হবে। 

এছাড়াও ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও বেশ কিছু নিয়মের রদবদল করা হয়েছে। ১ জুলাই থেকে ক্রেডিট কার্ড ইস্যু, বিলিং ও বন্ধের ক্ষেত্রে বেশ কিছু নিয়মের বদল করা হয়েছে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ক্রেডিট কার্ড কোম্পানিগুলো গ্রাহকদের নিজে থেকে ক্রেডিট কার্ড পাঠাতে পারবেন না। পাশপাশি কোনও গ্রাহক চাইলে ‘ক্রেডিট কার্ড বিলিং সাইকেল’ এককালীন বেছে নিতে পারেন। সেই সঙ্গে কোম্পানিগুলোর উদ্দেশ্যে আরও বলা হয়েছে, কোনও গ্রাহকের অনুরোধের পরেও সাতটি কর্ম দিবসের মধ্যে যদি ক্রেডিট কার্ড বন্ধ না করা হয়, তাহলে কার্ড বন্ধ না হওয়া পর্যন্ত  কোম্পানি গ্রাহককে প্রত্যেকদিন ৫০০ টাকা করে ফাইন দেবে। 

এছাড়াও যাঁরা ক্রিপ্ট কারেন্সিতে বিনিয়োগ করেন, তাঁদেরও এবার থেকে বিনিয়োগের ওপর TDS দিতে হবে। ২২ জুন সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স এই বিজ্ঞপ্তি জারি করেছে। 

কোনও প্রভাবশালী ব্যক্তি, যাঁরা পেশার সূত্রেই অন্যান্য কোম্পানি থেকে মূল্যবান সামগ্রী উপহার পান, তাঁদের এই প্রাপ্তির জন্য আলাদা করে ট্যাক্স দিতে হবে। 

Comments are closed.