ভারতীয় বিজ্ঞানীর হাত ধরে আসছে মানব-মস্তিস্কের বিকল্প।

আবিস্কার হল মানব-মস্তিস্কের বিকল্প। যার নেপথ্যে রয়েছেন একজন ভারতীয়। সম্প্রতি মার্কিন যুক্তরাস্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী একটি ডিভাইস আবিস্কার করেছেন যার মধ্যে রয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার অভাবনীয় সম্ভবনা এবং প্রবল বিশ্লেষনী ক্ষমতা। ডিভাইসটি ডিজাইন করেছেন ভারতীয় বিজ্ঞানী ডঃ বিনোদ কুমার সাঙ্গওয়ান। তিনি জানিয়েছেন,’গবেষণাটি মৌলিক পর্যায়ে রয়েছে। একটি সম্পুর্ণ নিউরাল নেটওয়ার্ক সিস্টেমের জন্য ডিভাইসটির বাস্তবসম্মত ডিজাইনের কাজ চলছে। কাজ সম্পুর্ণ হলে মস্তিস্কের বিকল্প পাবে মানুষ। ডঃ সাঙ্গওয়ানদের এই গবেষণা নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। এই ভারতীয় বিজ্ঞানীর প্রাথমিক শিক্ষা হরিয়ানায়। তারপর মুম্বই আইআইটি থেকে প্রযুক্তি নিয়ে পড়াশোনা শেষ করে তিনি চলে যান মার্কিন যুক্তরাস্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে ডক্টোরাল রিসার্চ করতে।

Leave A Reply

Your email address will not be published.