মাদ্রাসার নতুন পাঠ্যক্রমে বাধ্যতামূলক রামায়ণ-গীতা পাঠ?

NIOS এর নতুন এই প্রস্তাব মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে।

The National institute of open schooling (NIOS) এর নতুন পাঠ্যক্রম অনুযায়ী, ১০০ টি মাদ্রাসায় রামায়ণ, গীতা সহ প্রাচীন ভারতের জ্ঞান, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করতে হবে।

গতবছর কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ অনুসারে এনআইওএস এই নতুন পাঠক্রমটি চালু হয়। এই নতুন পাঠ্যক্রমটি ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জ্ঞান সমচার করাবে। প্রাথমিকভাবে ১০০ টি মাদ্রাসায় এগুলি পড়ানো শুরু হবে। পরবর্তীতে ৫০০ টি মাদ্রাসায়  চালু হবে।

NIOS এর প্রস্তাবিত পাঠ্যক্রমে ১৫ টি নতুন কোষ যুক্ত হবে। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক হিসাবে এই তালিকায় রাখা হতে পারে বেদ, যোগ, রামায়ণ,মহাভারত। থাকছে সংস্কৃত ভাষাও। এছাড়াও পড়ানো হবে ভগবত গীতা।

NIOS এর নতুন পাঠক্রমটি ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ অনুসারে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল দ্বারা চালু করা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, NIOS এর নতুন এই প্রস্তাব মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে।

Comments are closed.