২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা মোদীর, নতুন নিয়মে হবে পরবর্তী লকডাউন

২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন, ২০২০ সালে দেশের উন্নয়নের যাত্রাকে নতুন গতি দেবে এই আর্থিক প্যাকেজ। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ছোট-মাঝারি শিল্পপতি, সবাই এই আর্থিক প্যাকেজ থেকে সুবিধে পাবেন। মোদী বলেন, দেশের অর্থমন্ত্রী এই প্যাকেজ বিস্তারিতভাবে ঘোষণা করবেন।
ভারত আবার ঘুরে দাঁড়াবে। করোনা মোকাবিলা করে একুশ শতক হতে যাচ্ছে ভারতের, জানান প্রধানমন্ত্রী।
মোদী বলেন চতুর্থ লকডাউন সম্পূর্ণ নতুনভাবে হবে। বিভিন্ন রাজ্য থেকে যে খবর মিলছে, তাতে নতুন কিছু ঘোষণা করা হবে, তা জানিয়ে দেওয়া হবে ১৮ মে’র আগে।

Comments are closed.