ওর জন্য কী করিনি! কিছু বলব না, এসবের জন্য আদালত আছে, নুসরতের বিবৃতির পাল্টা জবাব নিখিলের

আমি ওর জন্য কী করিনি! ও সব জানে। তাই কিছু বলতে চাই না। এসবের জন্য আদালত রয়েছে। ওর অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। বুধবার নুসরতের প্রকাশ করা বিবৃতির উত্তরে এমনটাই জানালেন নিখিল জৈন।

নুসরত-নিখিলের সম্পর্ক নিয়ে, তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন ছড়াচ্ছিল। তাঁর মধ্যে গত শুক্রবার সকালে নেটদুনিয়ায় তোলপাড় পড়ে যায়, নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে! প্রশ্ন ওঠে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে। নিখিল-নুসরতের সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে, সেকথা অনেক আগেই আঁচ করতে পেরেছিল নেটদুনিয়া। একটা চ্যাপটার শেষ হতেই শুরু হয় নতুন অধ্যায়। অভিনেতা যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে শুরু হয় প্রচুর জলঘোলা।

নুসরতের মা হওয়ার প্রসঙ্গে নিখিল জানিয়েছিলেন, তাঁর জীবন সম্পর্কে আমার কোনও মতামত নেই। তিনি আমার জীবনে নেই, ভবিষ্যতেও থাকবেন না। গত বছর থেকেই তাঁরা আলাদা থাকছেন। আইনিভাবে আলাদা হয়ে যাওয়ার কথাও এদিন জানিয়েছিলেন। পাশাপাশি স্পষ্ট জানিয়েছিলেন, নুসরতের গর্ভে যা সন্তান রয়েছে। সে সন্তান তাঁর নয়।

রবিবার নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেন নিখিল। নিখিল জানিয়েছেন, নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি। নিখিল স্পষ্ট জানিয়েছেন, আগামী জুলাই মাসে এই মামলার শুনানি শুরু হবে।

বুধবার বিবৃতি জারি করে নুসরত জানিয়েছেন, আইন অনুযায়ী ওটা বিয়েই নয়। কিন্তু, এক ধরনের সম্পর্ক। বলা যেতে পারে, লিভ-ইন রিলেশনশিপ। কাজেই ডিভোর্সের প্রশ্নই ওঠে না। বহু আগে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু, এনিয়ে আমি কিছু বলিনি। কারণ, আমি ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে চাইছিলাম।

Comments are closed.